Home রান্না ঘর কাঁঠালের বিচির ভর্তা

কাঁঠালের বিচির ভর্তা

by Admin

যা যা লাগবেঃ

১। কাঁঠালের বিচি ২০টা

২। কাঁচা মরিচ/ শুকনা মরিচ ৩/৪টা

৩। আদা ১/২ চা চামচ

৪। পিয়াজ ৫টা ( মাঝারি)

৫। লবন পরিমান মত

৬। সরিষার তেল পরিমান মত

যেভাবে রান্না করবেনঃ

১। প্রথমে কাঁঠালের বিচিগুলো ছিলে সিদ্ধ করে নিতে হবে।

২। কাড়াই এ সরিষার তেল অল্প পরিমান দিয়ে কাঁচা/শুকনা মরিচ ভেজে তুলে রাখতে হবে।

৩। ঐ তেলের মধ্যে পিয়াজ আর আদা হাল্কা করে ভেঁজে নিতে হবে।

৪। এখন পাটায় বিচিগুলো বেটে নিতে হবে।

৫। পিয়াজ+ আদা ভাঁজা+ মরিচ+ লবন একসাথে হাল্কা করে বেটে বিচিগুলোর সাথে ভালোভাবে মিশিয়ে নিলেই হয়ে যাবে সুস্বাদু কাঁঠালের বিচির ভর্তা।

(খুরশিদা আলাম)

You may also like

Leave a Comment

কাঁঠালের বিচির ভর্তা

by Admin

উপকরণঃ

১। কাঁঠালের বিচি ২০টা

২। কাঁচা মরিচ/ শুকনা মরিচ ৩/৪টা

৩। আদা ১/২ চা চামচ

৪। পিয়াজ ৫টা (মাঝারি)

৫। লবন পরিমান মত

৬। সরিষার তেল পরিমান মত

প্রস্তুত প্রনালীঃ

১। প্রথমে কাঁঠালের বিচিগুলো ছিলে সিদ্ধ করে নিতে হবে।

২। কড়াই এ সরিষার তেল অল্প পরিমান দিয়ে কাঁচা/শুকনা মরিচ ভেঁজে তুলে রাখতে হবে।

৩। ঐ তেলের মধ্যে পিয়াজ আর আদা হাল্কা করে ভেঁজে নিতে হবে।

৪। পাটায় বিচিগুলো বেঁটে নিতে হবে।

৫। পিয়াজ+আদা ভাজা+মরিচ+ লবন একসাথে হাল্কা করে বেঁটে বিচিগুলোর সাথে ভালোভাবে মিশিয়ে নিলেই হয়ে যাবে সুস্বাদু কাঁঠালের বিচির ভর্তা!

টিপসঃ

কাঁঠালের বিচিতে প্রচুর পরিমান আয়রন আছে। যা কিনা রক্ত বৃদ্ধিতে সহয়তা করে এবং হজমে সাহায্য করে।

(খুরশিদা আলম)



Leave a Comment