আরভীন তাহসিন
আমার নাম আরভিন তাসিন। বয়স ১১ বছর। আমি একাডিমিয়া স্কুলে ক্লাস ফোরে পড়ি। আমার ছোটবেলা গল্প যখন সবাই করে আমার খুব ভালো লাগে। ছোটবেলা আমি আমার বড় চ্চাচুর সাথে সাড়াদিন দোতালায় সময় কাটাতাম। আম্মু বা আনিকা আপু নিতে আসলে আমি উপরে যেতে ইচ্ছে করত না। চ্চাচুর সাথে বাইরে যেতে আমার খুব বেশি ভালো লাগত।
আর আমার গ্রামের বাড়িতে গেলে অনেক আনন্দ করতাম আমার বন্ধুদের সাথে। ছোট ছোট ছাগল ছিল, ওদের নিয়ে অনেক অনেক মজা করতাম। পাশে একটা দোকান ছিল, সেখান থেকে অনেক মজার মজার খাবার খেতাম, নিজে কিনতাম। তবে বেশি ভাগ ফ্রি পেতাম চেনা বলে। শহরে নিজে কিনার সুযোগ নেই। গ্রামের বাড়ি থেকে বের হলে সবাই আমাকে নিয়ে যেত তাদের বাড়িতে। তারা সবাই আমাকে অনেক আদর করতেন।
নিজ বাড়িতে আমরা চাচাত ভাই সহ ৪ জন। আমরা এক সাথে খেলাধূলা করতাম। বৃষ্টিতে ছাদে গোসল করতাম। এখনোও করি তবে আগে অনেক বেশি আনন্দ হত। এখন পড়ার অনেক চাপ। আর এখন কেন যেন নিজেকে একটু বড় বড় লাগে।