Home গল্প ভূতের মন খারাপ

ভূতের মন খারাপ

by Admin

মোঃ নোমান সরকার

ছোট ভুতটি শব্দ করে কাঁদছে। বনের সব প্রানী, পাখির আর ছোট ছোট প্রান যারাই আছে তারা সবাই ভয়ে কাঁপছে। কারন একটাই এই ছোট ভুতটির মা খুবই ভয়ংকর। সে রেগে গেলে যাকে কাছে পায় তারই ঘাড় ভেঙ্গে দেয়। বাঘ, ভাল্লুক, সিংহ, ঈগল, পিপীলিকা কেউ ভূতের কাছ থেকে রেহাই পায়নি।

ছোট ভূত মাকে খুঁজে পাচ্ছে না বলেই কাঁদছে।

বনের সব প্রানীরা জরুরী বৈঠকে বসেছে। কি করা যায়, কি করা যায়। কিন্তু বিকাল ফুরিয়ে গেলো। কেউ কোন বুদ্ধি দিতে পারল না, সিদ্ধান্ত তাই হলো না। যে যার বাড়ি ফিরে গেলো। নিজের জীবনই সবচেয়ে প্রিয়, কে যেচে জানটা হারায়।

একটা ফড়িং সেই সময় সেই বনের উপর দিয়ে উড়ে যাচ্ছিল। সে দেখলো, সবাই কেমন মলিন মুখে এক সাথে মিটিং ভেঙ্গে দিয়ে সরে যাচ্ছে। ব্যাপার কি, এই ভেবে সে সোজা নেমে এলো পিপীলিকার রাণীর কাছে।

কি হয়েছে? কি হয়েছে?

রাণী ধমকের সুরে বলল, যেখানে যাচ্ছ যাও, এই সব জেনে তোমার কাজ নেই।

ফড়িং চঞ্চল গলায় বলল, আমাকে বল না, কেন তোমরা সব প্রানী মলিন মুখে ফিরে যাচ্ছ?

পিপিলিকার রাণী বিরক্ত হয়ে বলল, তুমি কি শুনতে পাচ্ছ না কারো চিৎকার, কারো কান্নার সুর?

হ্যা পাচ্ছি, আমি উত্তরটা পেলে সেই কথাও তমার কাছে জানতে চাইতাম, কে কাদে এভাবে?

পিপলিকার রানী বিরক্ত গলায় বলল, তুমি কেন বিরক্ত করছো।

আহা বলই না। ফড়িং আবদারের সূরে জানতে চাইলো।

এই বনে একজন ভয়ংকর ভূত বাস করে তার বাচ্চা সহ। সে রেগে গেলে কারনে অকারনে যাকে কাছে পায় তারই ঘাড় ভেঙ্গে দেয়। তার বাচ্চাটাই কাদছে। এখন যদি ভূত এসে বাচ্চাকে কাঁদতে দেখে, তখন যদি সে মনে করে এই বনের প্রানীদের কারনে তার বাচ্চাটা কাঁদছে তখন কি হবে? সে তো সবাইকেই মেরে ফেলতে পারে। আবার কেউ সেই বাচ্চাটার কাছে যেতেও ভয় পাচ্ছে। যখন যাবে তখনই যদি ভূতটা এসে পরে। তখন তার জানটাও তো যাবে। তাই না?

ফড়িং হতাশ গলায় বলল, এ তো দেখি বিরাট বিপদে পরেছো তোমরা। হ

You may also like

Leave a Comment