Home গল্প না শের শাইরী, না কবিতা

না শের শাইরী, না কবিতা

by Admin

[১]

নোমান প্রেম তোমাকে কোথায় নিয়ে গে্লো! প্রেমই যে আমাকে শিখালো এই জগতে নজরটাই বড়। মনজিলই সে, আমিও সে। এ এমন এক অন্ধকার যেখানে না নিজেকে দেখা যায়, না গোটা দুনিয়া। সারা জাহান যেমন অন্ধকারে ডুবে আছে , প্রেমও তেমন। সর্বত্রই সে আর সে। আমি যেটুকু পেয়েছি সেটুকুর জন্য শুকরিয়া। আর যেটুকু পাইনি সেটুকুর জন্যও।।

[২]

নোমান, পিছনের হিসাব দেখতে চেও না। থাক। থাক না ওসব। যা তুমি পাওনি, তা আল্লাহই তোমাকে দিয়েছেন। আর যা তুমি পেয়েছ, তাও আল্লাহই তোমাকে দিয়েছেন। তাই যা পাওনি তার জন্য আফসোস করো না। আর যা পেয়েছ তার জন্যও না।।

[৩]

দুয়ারে দুয়ারে যে পৌছে যেতে জানে না, তার নিজের যত গল্পই থাক, তা কখনো অন্যদের কাছে প্রকাশ হয় না। আর তুমি তাকে মাতালও বলতে পারো, নোমান। কেননা প্রত্যেক স্বাদ সৃষ্টিই হয় অনেকগুলো মসলা ব্যবহারের পরিমাপের গুনে।।

You may also like

Leave a Comment