আমি মোঃ নোমান সরকার। শিশু কিশোরদের জন্য একটি ওয়েব সাইট করতে চেয়েছিলাম বহুকাল ধরেই। নানান কারনে সেটি সম্ভব হয়নি। ডিসেম্বর ২০১৮, একদিন আমার স্ত্রী খুরশিদা আলম লিজা আর আমার মেয়ে নুরেন নুরাইন আমাকে খুব উৎসাহ দিয়ে যাচ্ছিল, আমার শিশুতোষ গল্পগুলো নিয়ে ওয়েব সাইট করার জন্য। বাংলায় ‘সমগ্র ডট কম’ নামটি দিল আমার স্ত্রী। আর ইংরেজিতে thenanochildrenstories.com নামটি দিল আমার মেয়ে। আর আমরা আমাদের প্রিয় মানুষ সাগরকে পেয়ে যাই। অন লাইন জগতে সে নেট সাগর নামে পরিচিত। সে এগিয়ে আসে। আমাদের আইটি এক্সপার্ট ভাইটি সবকিছু যাদুতে দাঁড় করিয়ে ফেলে! এত দ্রুত সে সব করে আমাকে লেখা দিবার আহ্বান করে যে আমি হতবাক হয়ে যাই। সাগরের কাছে আমি কৃতজ্ঞ। কৃতজ্ঞ আমার স্ত্রী আর মেয়ের কাছে। এই তিনজন মানুষ আমাকে নিয়ে যাচ্ছে আমার চেনা পৃথিবী, শব্দের সুরে। আর হ্যা ঋণী আমার মায়ের কাছে, ভাই বোনের কাছে। এরা প্রত্যকেই চাইত আমি লেখে যাই। মহান আল্লাহ কাছে শুকরিয়া। হ্যা, আমি লেখে যাচ্ছি। আরো আর লেখব শিশুতোষ গল্প আর কিশোরদের নিয়ে অনেক গল্প সহ অনেক কিছু।
আর সমগ্র ডট কম এতে ছড়াকার আছেন আমাদের প্রিয় শাহিদুল ভাই। যার ছড়ায় মুগ্ধ হবে শিশুরা আর অপেক্ষায় থাকবে নতুন ছড়ার। থাকছে আর অতিথি লেখক, লেখিকা। এ ছাড়া মজার মজার রান্না রেসিপি তো থাকছেই। থাকছে অনেক আনন্দের বিষয়। আমাদের পাশে থাকছে আর্ট স্কুল ‘কেইভ’। এই স্কুলের ছোট ছোট বন্ধুদের থেকে আমরা জেনে নিব অনেক অনেক ছবি আঁকার কৌশল।
অনেক ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য, পাশে থাকার জন্য।